শেখ মানিক : নরসিংদীর শিবপুরের প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল তুলে দেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মোসা: ফারজানা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু রায়হান,নরসিংদী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা: তরিকুল ইসলাম, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক ও অভিভাবক প্রতিনিধি শেখ মো: আফতাব উদ্দিন প্রমুখ।
এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, অটিজম শিশুদের অভিভাবক, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা আক্তার।