• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৪৩ পিএম
নরসিংদীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
মনোহরদী টিটিসি

শরীফ ইকবাল রাসেল: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরর অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তত্বাবধানে চলমান দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্যক্রমকে তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে   সারাদেশে উপজেলা পর্যায়ে নির্মিত ২৪টি  কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি)  উদ্বোধন করা হয়েছে। আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্রগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এলক্ষে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করা হয়। ২৪ টি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নে প্রায় দেড় বিঘা জমির উপড় স্থাপিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটিও উদ্বোধন করা হয়। যা থেকে বছরে প্রায় ৪১ হাজার মানুষ ৬টি বিষয়ের উপড় কোর্সে প্রশিক্ষণ পাবে।

জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুল মতিন ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত), জি এম তালেব হোসেন, সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) পীরজাদা মোহাম্মদ আলী, চেম্বার অব কমার্স এর সভাপতি আলী হোসেন শিশির প্রমুখ। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ