স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সমূহের এক সমন্বয় সভা মঙ্গলবার (২৮ জুন) বিকেলে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা ঢাকা -২ এর উপ-পরিচালক মুহ্ মাহ্ বুবুল আলম। প্রধান আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা ঢাকা-৩ এর উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী'র সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম বশিরুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক দুদক কর্মকর্তা ও বেলাবো উপজেলায় প্রতিরোধ কমিটির সভাপতি আবু আরিফ সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ তফাজ্জল হোসেন, সদস্য হলধর দাস, মোস্তাক আহমেদ ভূঞা, এড. ইয়ামিনা হাসানাত চৌধুরী, মনজিল-এ-মিল্লাত ও মোখলেছুর রহমান রানা।
এসময় উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক অমিজিৎ দে, সহকারী পরিদর্শক ওবায়দুল্লাহ ইবনে খালেক,কন্ট্রোল অপারেটর মোঃ অলিয়র রহমান,কনস্টেবল মোঃ আব্দুর রহিম ও মোঃ আব্দুর রউফ।
সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সততার আদর্শ তুলে ধরে তাদেরকে দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।