• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৫৮ পিএম
নরসিংদীতে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 
কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীতে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পিতবার  দিনব্যাপী নরসিংদী সসদর উপজেলা হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।নরসিংদী সদর উপজেলার সড়ক নিরাপত্তা ককমিটির সদস্য ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এতে অংশ নেন।

ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির বিভাগী সমন্বয়কারী হাসান  আলীর নেতৃত্বে প্রকল্পের ফিল্ড কমিউনিকেটর সম্রাজ কুমার মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী মোর্শেদ । 

কর্মশালায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু কাউছার সুমন, পাঁচদোনা ইউপি চেয়ারম্যান গিয়াশ উদ্দিন আহমেদসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা।
প্রশিক্ষণ কর্মশালায় সড়ক ব্যবহার, রাস্তা পারাপার, সড়ক নিরাপত্তা আইন, সড়কের বিভিন্ন সাংকেতিক নির্দেশনা, দুর্ঘটনা ঘটার কারণ এবং এ থেকে প্রতিকারের উপায়, স্কুলের শিক্ষার্থীদের কিভাবে দুর্ঘটনার ঝুকি থেকে বাঁচাতে পারে, যানবাহনে যৌন হয়রানীমুক্ত পরিবেশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন  ব্র্যাকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষক ।

কর্মশালায় বক্তারা বলেন, সম্প্রতি মহাসড়কে প্রচুর পরিমানে অবৈধ যানবাহন চলাচল করছে। এই অবৈধ যানবাহনের কারনে দুর্ঘটনা ঘটে থাকে। এরমধ্যে ইজি বাইক, রিক্সা, সিএনজিসহ ভ্যানগাড়ী চলাচল। দেখা গেছে ছোট গাড়ি থেকে যাত্রী নামার পর পেছন থেকে বড় গাড়ী এসে চাপা দিয়ে চলে যায়। সড়কগুলোতে লাইসেন্স বিহীন অদক্ষ চালক এবং দ্রতগতিতে গাড়ী চালাতে গিয়ে দূর্ঘটনায় পতিত হয়। এতে করে নিহতের পাসাপাশি অসংখ্য মানুষ আহত হয়ে সারা জীবনের জন্য কষ্ট করছে। বক্তারা দুর্ঘটনা কমিয়ে আনার জন্য সরকার ও ব্র্যাককে এই মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। 

রাস্তায় ও যানবাহনে চলাচলে ইভটিজিং ও যৌন হয়রানির কিছু বাস্তব ঘটনা তুলে ধরা হয়। সেই সাথে যানবাহনে কিভাবে যৌন হয়রানির শিকার হয়।  তা তুলে ধরে প্রতিকারের বিষয়ে মতামত দেয়া হয়।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ