শেখ মানিক : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহিলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম। মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানাসহ উপজেলা ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।।