হলধর দাস: র্যাব-১১, নরসিংদী'র একটি চৌকস আভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে সদর থানার মনোহরপুরে অভিযান পরিচালনা করে
মাধবদী এলাকার বাসিন্দা মোঃ কাজল মিয়ার পুত্র মোঃ রাশেদুল ইসলাম হৃদয়(২৮),এর বসতবাড়ীর কলা বাগানের ভেতর এবং সোনা মিয়ার পুত্র মোঃ জাকির হোসেন(৪৫) এর অনাবাদি জমিতে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিল, ৩২ পুরিয়া গাঁজা, ০৪টি গাঁজা গাছসহ ১ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গত শনিবার(২৩ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- নরসিংদী জেলার মাধবদী থানার মনোহরপুর গ্রামের বাসিন্দা কাজল মিয়ার ছেলে মোঃ রাশেদুল ইসলাম হৃদয় (২৮)।
এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ উল্লেখিত অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিএস,নরসিংদী'র ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত প্রেস রিজিল মোতাবেক প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী মোঃ রাশেদুল ইসলাম হৃদয় (২৮) একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় তার ব্যাপক জনশ্রুতি রয়েছে।
উক্ত আসামী অভিনব কৌশলে মাদকদ্রব্য গাঁজা গাছগুলোর চারা রোপন করা থেকে শুরু করে যাবতীয় পরিচর্যা করে আসছিল। উদ্ধারকৃত ফেন্সিডিল ও গাঁজা বিক্রি করার উদ্দেশ্যে সংরক্ষণ করতো । এসব মাদকদ্রব্য মাধবদীসহ নরসিংদীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় চালিয়ে আসছিল। এরই পরপ্রিক্ষেতিে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে অভযিান পরচিালনা করে র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নরসিংদী জেলার মাধবদী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়ছেে ।
উল্লেখ্য, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে ।