শিবপুর প্রতিনিধি: বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রোববার (১৩ অক্টোবর) শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শারদীয় দুর্গাপূজার সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় শারদীয় দুর্গোৎসব ২০২৪ উত্তর সংবাদ সম্মেলন করেন নরসিংদীর শিবপুর উপজেলার সনাতনী পূজারী ভক্তবৃন্দ।
সোমবার (১৪ অক্টোবর) শিবপুর থানা সার্বজনীন ভক্ত সংঘ মন্দিরে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এবার দূর্গাপূজা সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সনাতনী পূজারী ভক্তবৃন্দ।
শিবপুর থানা সার্বজনীন ভক্ত সংঘ মন্দির কমিটির সভাপতি ক্ষিতিশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার (কালা মিয়া স্যার), উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিপ্লব চক্রবর্তী, সার্বজনীন ভক্ত সংঘ মন্দির কমিটির সাধারন সম্পাদক নিখিল চন্দ্র পাল, জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক লিটন বর্মন, সদস্য সচিব উজ্জল চন্দ্র বর্মন , বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরুণ মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আমিন রিকাবদার জাহান, উপজেলা হিন্দু মহাজোট এর প্রধান উপদেষ্টা ডাঃ শংকর চন্দ্র পাল, শিবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক উজ্জল চন্দ্র বর্মন, পৌর পূজা পরিষদের যুগ্ম সাঃ সম্পাদক উজ্জল বর্মন,পুটিয়া ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি বিকাশ মন্ডল, শিবপুর পৌর মহাজোট যুগ্ন সম্পাদক জীবন বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।