• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:১০ পিএম
নরসিংদীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট 

স্টাফ রিপোর্টার: তাঁতবোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরে অধিনস্তের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের কার্ক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের অন্যত্র শিক্ষাদানের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে সাহেপ্রতাপে সড়ক অবরোধ করে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দু'পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে দুরপাল্লার শত শত যান। ফলে দুর্ভোগের যেন অন্ত ছিলোনা যাত্রী সাধারণের।

অবরোধে অংশ নেওয়া শিক্ষর্থীরা জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধিনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিলাম আমরা অত্র প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। কিন্তু  সরকার আমাদের সেই দাবী আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরে পরিকল্পনা করেছে, যেটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক। সেই সাথে বন্ধ হয়ে যাবে এই কলেজটি, যা শিক্ষার্থীরা কোনভাবেই মেনে নেবে না।

আমরা চাই সরকারে নেওয়া সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজেকে তাঁত বোর্ড থেকে পরিবর্তন করে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্ত করে পরিচালনা করতে হবে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ