স্টাফ রিপোর্টার: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। শনিবার (২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে বিক্ষোভকারিরা শহরের ভেলানগর টু আরশীনগর ৩ কিমি সড়কে যান চলাচল বন্ধ করে দেয়৷ দেড় ঘন্টা বন্ধ থাকার পর দুপুর দেড়টার দিকে স্বাভাবিক হয় যান চলাচল।
অতিদ্রুত মুক্তি না দিলে আগামীকাল ঢাকা সিলেট মহাসড়ক ও ঢাকা চট্রগ্রাম রেলপথ অবরোধের হুশিয়ারি দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভে নরসিংদী জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের অন্তত পাঁচ শত নেতাকর্মী অংশ নেয়।
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর নরসিংদীতে স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দিয়ে বক্তব্য দেয় জেলা ছাত্রলীগ সভাপতি। বক্তব্যের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযোগের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ। মহিনুল ইসলাম নামে এক বিক্ষোভকারী বলেন, নৌকার পক্ষে কাজ করায় আমাদের ভাইকে গ্রেফতার করা হয়েছে।
নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম সিফাত বলেন, জেলা ছাত্রলীগ সভাপতির গ্রেফতারের প্রতিবাদে আমাদের আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ। আমাদের নেতাকে আগামীকাল মুক্তি দেয়া না হলে আমরা ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করবো৷
নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক রাকিব হাসান বলেন, এই মুহূর্তে আমরা আমাদের নেতার মুক্তি ছাড়া অন্য কিছুই চিন্তা করছি না। আনতি বিলম্বে মুক্তি দেয়া না হলে আমরা পরবর্তীতে কঠোর অবস্থানে যাব।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম শাওন বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি সাথে যা করা হয়েছে তা অন্যায় করা হয়েছে৷ এই মুহূর্তে আমরা আমাদের নেতার মুক্তি চাই।