• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:২৮ পিএম
নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু

স্টাফরিপোর্টার: নরসিংদীতে সিএনজি চালিত অটোরিক্সা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে শিশুসহ দুইজন। এসময় আহত হয় আরও ৪ জন। রবিবার (১৪ জুলাই) বিকেলে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী সড়কের নগর পাঁচদোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শিবপুর উপজেলার ইটাখোলা মুনসেফেরচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এনামুল হক (৬০) এবং টাঙ্গাইলের আবুল কালামের ৪ বছরের শিশু জারিফ । হতাহত সকলে সিএনজি চালিত অটো রিক্সার যাত্রী ছিলেন।

নিহত এনামুল হকের এক স্বজন জানায়, বিকেলে ইটাখোলা থেকে টাঙ্গাইলে অবস্থিত তার ছেলের মাদ্রাসায় যাচ্ছিলেন তিনি। এসময় সিএনজি চালিত অটোরিক্সাটি সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নগরপাঁচদোনায় পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনামুল হকসহ শিশু জারিফের  মৃত্যু হয়। আহত হয় সিএনজিতে থাকা আরও ৪ যাত্রী। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ