হলধর দাস : তৎকালীন পূর্ব পাকিস্তানে ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে বিজয়ী পরিষদ সদস্য বাম রাজনীতির প্রাণ পুরুষ প্রয়াত বিজয় চ্যাটার্জীর সুযোগ্য কন্যা নরসিংদীতে নারী শিক্ষার অগ্রদুত বীথিকা গাঙ্গুলী আর নেই। তিনি গত ১৮ এপ্রিল সোমবার দিবাগত রাত আড়াইটায় ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি মৃত্যুকালে ২ কন্যা, ১ পুত্র সহ বহু আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত রোগে ভুগছিলেন। জীবনের শেষ সময়ে দীর্ঘ ১০ বৎসর ডায়ালাইসিস এর মাধ্যমে বেঁচে ছিলেন।
শিক্ষাক্ষেত্রে নরসিংদীতে বিজয় চ্যাটার্জি পরিবার ছিল নারী শিক্ষার অগ্রদুত। নরসিংদী কলেজে তৎকালীন সময়ে নারী শিক্ষার্থীদের প্রথম ব্যাচে ২জন প্রথম নারী শিক্ষার্থী ছিলেন বীথিকা গাঙ্গুলী ও তাঁর বড় বোন বীর মুক্তিযোদ্ধা লীনা চক্রবর্তী। কর্মজীবনে তিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পসংস্থার একজন সমন্বয় কর্মকর্তা ছিলেন। তাঁর স্বামী প্রয়াত সুনীল গাঙ্গুলী ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পসংস্থার প্রধান প্রকৌশলী । তাঁর প্রথমা কন্যা ডাঃ শিখা গাঙ্গুলী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের অধ্যাপক।
তাঁর ছেলে ডাঃ দেবাশীষ গাঙ্গুলী ল্যাব এইড হাসপাতালে রেডিওলজী বিভাগের প্রধান হিসেবে কর্মরত। তাঁর দ্বিতীয়া কন্যা ইঞ্জিনীয়ার শান্তা গাঙ্গুলী আমেরিকার একটি বিশ^বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত। বিশিষ্ট সাংবাদিক কার্তিক চ্যাটার্জী তাঁর অনুজ।
তাঁর মৃত্যুতে নরসিংদী সদর আসন থেকে চার চারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লে.কর্নেল(অব:)মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেস মোহাম্মদ আলী, নরসিংদীর খবর পত্রিকার সম্পাদক অধ্যাপক সেতারা বেগম, বাম রাজনীতিক মোঃ আতাউর রহমান ভূঞা,রঞ্জিত কুমার সাহা, মুজিবুর রহমান সহ নরসিংদী জেলা ন্যাপ-কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।