স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান (৩২) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার চিনিশপুর বিএনপির কাযার্লয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত আশরাফুল (২২) নামে আরও একজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাদেক' র মৃত্যূর বিষয়টি নিশ্চিত করে তার বড় আলতাফ হোসেন মেম্বার।
জানা যায়, ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা করে পদবঞ্চিত নেতারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কাযার্লয়ের সামনে এলে প্রতিপক্ষের গ্রুপটি অর্তিকত হামলা ছালায়।
এসময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে সাদেক ও আশরাফুল আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করে।
পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাদেকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
এদিকে ছাত্রদলে দুই গ্রুপের সংর্ঘষের খবরে পুলিশ জেলা বিএনপির কাযার্লয়ের সামনে জড়ো হয়। এ সময় বিএনপির কাযার্লয় তল্লাশী চালিয়ে
বেশ কয়েকটি রাম দা ও ককটেল উদ্ধার করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলে-ই-খোদা জানিয়েছেন, 'গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো পরিস্কার নয়।'
উল্লেখ, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে ছাত্রদলের সভাপতি, মাইনুদ্দিন ভুইয়াকে সিনিয়র সহ-সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এরই জেরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একাধিকবার হামলা ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
জাগোনরসিংদী/শহজু