• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে আন্তর্জাতিক নার্সেস দিবসে আলোচনা সভা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:১০ পিএম
নরসিংদীতে আন্তর্জাতিক নার্সেস দিবসে আলোচনা সভা
সভা

হলধর দাস: ফ্লোরেন্স নাইটএঙ্গেলস্ জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন উপলক্ষে নরসিংদীতে জেলা নার্সেস এসোসিয়েশন এর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন হিন্দি জেলা প্রশাসক আবু নাঈম মোহাম্মদ মারুফ খান এর পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ভূঁইয়া মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিকি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর পক্ষে নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজ। 

আলোচনা সভায়  সভাপতিত্ব করেন নরসিংদী'র  সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে  নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী  প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, জেলা বিএমএ সভাপতি ডাঃ মোঃ  মোজাম্মেল হক কমল,বিএমএ 'র জেলা সম্পাদক ডাঃ মোঃ সাজেদুল হক অপু,নরসিংদী সদর হাসপাতালের সাবেক আরএমও  ডাঃ মোঃ আমিরুল হক শামীম,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু কাউছার সুমন,নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এন এম মিজানুর রহমান ও জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লোপা চৌধুরী। 

আবৃতি শিল্পী মোঃ আলতাফ রানার সঞ্চালনায় আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নার্স নেত্রী মনিরা বেগম। পরে অতিথিবৃন্দ কেক কেটে ফ্লোরেন্স নাইটএঙ্গেলস্ জন্মদিন পালন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে জেলার সেরা নয়জন নার্সকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন-মনিরা বেগম, সাজেদা বেগম, তাছলিমা বেগম, মৌসুমী আক্তার, পারভীন সুলতানা, জাহেরুন চৌধুরী, শয়লা পারভীন, মোঃ আসাদ মিয়া ও  মাহমুদা খাতুন। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ