স্টাফ রিপোর্ট: নরসিংদীর রায়পুরায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) ভোর পৌঁনে ছয়টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক এলাকায় ৫ জন এবঃ বেলা সাড়ে ১১ টায়
উপজেলার মেথিকান্দার রেলগেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে অপর আরেক জনের মৃত্যু হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সকলেই পুরুষ।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮ টার দিকে রেল লাইনের পাশে ৫ টি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে, পুলিশে খবর দিলে পুলিশ সকাল সাড়ে নয়টায় দিকে পৌঁছায়। তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এবিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এদিকে বেলা সাড়ে ১১ টায় মেথিকান্দার রেলগেইট এলাকায় ঢাকা থেকে সিলেট গামী আরেক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ট্রেনে কাটা পড়ে তার মরদেহ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, পৃথক ট্রেনে ৬ জন মারা গেছে। ৫ জনের ঘটনায় পরে স্থানীয়দের সাথে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারে নি। ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী স্থানের লোক। লাশ উদ্ধারের আগে ঢাকা মুখী তিনটি ট্রেন চলাচল করেছে। ধারণা করা হচ্ছে এর মধ্যে কোন ট্রেনের মাধ্যমে ঘটনা ঘটতে পারে। আমরা পিবিআই কে খবলর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। আমরা এঘটনাটি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
রায়পুরা উপজেলা সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত কারো পরিচয় সনাক্ত করা যায়নি, তবে নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কাজ করছে। ধারণা করা হচ্ছে রেলে কাটা পড়েই তাদের মৃত্যু হয়েছে। কিন্তু ট্রেনের ছাদ থেকে পড়ে, দুই বগীর মাঝখান থেকে পড়ে, নাকি রেল লাইনে বসে ছিল সেটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তাদের পরিচয় সনাক্তে পিবিআই কাজ করছে। লাশের সুরত হাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।