নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার একটি পৌরসভাসহ চারটি ইউনিয়নের প্রায় তিন শতাধিক অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার বিতরণ করেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজীসহ অন্যরা।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজ চাল, ১কেজি ডাল, পেঁয়াজ, তেল ও সেমাই।