নাসিম আজাদ : জোনাকী টেলিভিশন ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে "ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যমের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা নরসিংদী এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮মার্চ) বিকেলে আলোকিত দেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাভিশন টেলিভিশনের প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক ড. আবদুল হাই সিদ্দিক।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।
জোনাকী টেলিভিশনের চেয়ারম্যান মোঃ এনামুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন আইপি টিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ খান।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জোনাকী টেলিভিশনের আইন বিষয়ক উপদেষ্টা এ্যাড.আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলভিশন টেলিভিশন নরসিংদী জেলা প্রতিনিধি মাজহারুল পারভেজ মন্টি, কবি ও ছড়াকার মহসিন খন্দকার, আজকের খোঁজ খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মন্জিল এ মিল্লাত, নরসিংদী জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি কামরুল সোহেল, জোনাকী টেলিভিশনের সম্পাদক মোস্তফা খান, বার্তা সম্পাদক শাহাদাৎ হোসেন রাজু সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।
জোনাকী টেলিভিশনের তৃতীয় বর্ষে পদার্পণে অনুষ্ঠানে কেক কাটা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ৫জন সংবাদ কর্মীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।