
স্টাফ রিপোর্টার: নরসিংদীর বিভিন্ন বাড়ীঘরে অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ দেড় কোটি টাকা বকেয়া আদায়ের লক্ষ্যে রূপালী ডাইং নামে একটি শিল্প কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার(২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন নূরালাপুর ইউনিয়নের ছোট রামচন্দ্রী ও আলগী খোসপাড়া এলাকায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও তিতাস গ্যাস আঞ্চলিক কার্যালয়ের যৌথভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ।
অধৈধ সংযোগ বিচ্ছিন্নের এই অভিযানিক দলের সাথে তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের মধ্যে ছিলেন ব্যবস্থাপক প্রকৌশলী মাকসুদুর রহমান।
এ সময় নরসিংদী মাধবদীর নূরালাপুর ইউনিয়নের ছোট রামচন্দ্রী ও আলগী খোসপাড়া এলাকায় প্রায় শতাধিক আবাসিক গ্রাহকদের অবৈধ সংযোগসহ দেড় কোটি টাকা গ্যাস বিল বকেয়া থাকায় তা আদায়ের লক্ষ্যে রূপালী ডাইং নামে একটি শিল্প কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অবৈধ সংযোগ বিচ্ছিন্নের এই অভিযানে প্রায় ৮০০ (আটশত) ফুট হোস্ পাইপ অপসারণ করা হয়।
উল্লেখ্য ছোট রামচন্দ্রী এলাকায় ইতোপূর্বে আরও ছয় বার ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে অবৈধ আবাসিক লাইন উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের প্রায় ২৫ থেকে ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।
এসময় ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন , আমরা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে মাধবদীর নূরালাপুর ইউনিয়নের ছোট রামচন্দ্রী ও আলগী খোসপাড়া এলাকায়
প্রায় শতাধিক অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করি। পাশাপাশি দেড় কোটি টাকা বকেয়া আদায়ের লক্ষ্যে রূপালী ডাইং নামে একটি শিল্প কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব অবৈধ গ্যাস সংযোগের ফলে সরকারের প্রতি মাসে হাজার হাজার টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়। নরসিংদী জেলার তিতাস গ্যাস আঞ্চলিক শাখার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের এই অভিযান চলমান থাকবে।