• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

'কোন স্বতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোন ওষধ নাই'


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪৭ পিএম
'কোন স্বতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোন ওষধ নাই'

স্টাফ রিপোর্টার, নরসিংদী : কোন স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোন ওষধ নাই। ছাত্রলীগের কোন পোলাপান স্বতন্ত্ররে মানতো না। স্বতন্ত্ররে কেমনে পিডাইতে অয়, সে ই (হে-ই) আমাদের দেহায়সে, হেরে আমরা এমনেই পিডামু। এই শহরের, এই সদরের কোন এলাকায় তাদেরকে (স্বতন্ত্র প্রার্থী) কোন জায়গা দেয়া যাবে না। তারা নৌকার বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, তারা দেশ বিরোধী।

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনের দেয়া এমন বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর ১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর নৌকা প্রতিককে বিজয়ের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন বক্তব্য দেন জেলা ছাত্রলীগ সভাপতি রিমন।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শহরের বাসাইলস্থ নরসিংদী ক্লাব লি: এ অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি জিএম তালেব হোসেন। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম হিরু, জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ভূইয়া, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম ভূইয়া, মোন্তাজ উদ্দিন ভূইয়া, এস.এম কাইয়ুমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী স্বতন্ত্র নির্বাচন করার অনুমতি দেয়ার পরও ছাত্রলীগ সভাপতির এমন হুমকিমূলক বক্তব্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে পক্ষে বিপক্ষে আলোচনা-সমালোচনা।

এই বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, আমার বক্তব্য হচ্ছে দলীয় যারা নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হবে, আমি মনে করি তারা মুক্তিযুদ্ধের বিরোধী, বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে তারা অবস্থান করছেন। আমি তাদের বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছি, আমার জেলা ছাত্রলীগ তাদের বাধাগ্রস্ত করবে। নৌকাকে পাস করানোর জন্য যা যা করার দরকার তাই করবো। প্রধানমন্ত্রী যে বলছে দলীয় লোক স্বতন্ত্র প্রার্থী হতে পারবে এমন অথেনটিক কোন তথ্য আমার জানা নেই। 

এদিকে এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন বলেন, এমন বক্তব্যের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। পরে আমি উক্ত সভায় যোগাদান করেছি। 

ছাত্রলীগ নেতার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, এখানে অনেকে অনেক বক্তব্য দিয়েছেন। আমরা লিডাররা গ্রহণযোগ্য বক্তব্য দিয়েছি, এখন পোলাপান মানুষ কোথায় কীভাবে বক্তব্য দিসে, সেটা উল্লেখ করে পত্রপত্রিকায় দেয়া ঠিক না বলে আমি মনে করি। তবে এমন বক্তব্য আমি সমর্থন করি না। নৌকার জয় ঘটাবো সকলকে কাছে নিয়ে। সকলের প্রতি আহবান সকলে যেন নৌকার মিছিলে আসে। নৌকাকে আক্রান্ত করে ডামি প্রার্থী বিজয় লাভ করুক, সেটা আমরাও চাই না, প্রধানমন্ত্রীও চান না।

অন্যদিকে নরসিংদীর জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ড. বদিউল আলম বলেন, ‘নির্বাচনী আচরণ পরের বিষয়, স্বাভাবিকভাবে কেউ কাউকে পেটানোর হুমকি দিলেই সেটা ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য হবে। যে প্রার্থীকে হুমকি দিয়েছেন, সে যদি পুলিশে লিখিত অভিযোগ করেন, তাহলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

তিনি আরও বলেন, আমাদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। যদি ভুক্তভোগী প্রমাণসহ লিখিত অভিযোগ করেন, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কেউ কোনো প্রার্থীকে হুমকি দিলে সেটা নির্বাচনী আচরণ বিধি লঙ্গিত হবে। তবে, আমরা কোনো অভিযোগ পাইনি।

এব্যাপারে জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুল বলেন, হিরু সাহেব এবং তার বাহিনীর মারখাওয়ার জন্য নরসিংদীবাসী প্রস্তুত। 

জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন জানান, নৌকা মার্কার বিরুদ্ধে যারা বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করবে আমি তাদেরকেই বলছি। 
উল্লেখ্য, নরসিংদী সদর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী ও ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র কামরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ