নিজস্ব প্রতিনিধি: নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেছেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী, আন্দোলনে নয়।
তিনি বলেন, আজ বিরোধী দল আন্দোলনের নামে জ্বালাও পুড়াও, গাড়ি ভাংচুর করে মানুষ মারে, এটা কি আন্দোলন? এই সরকার বছরের প্রথমদিন শিশুদের হাতে বই তুলে দিচ্ছে। শিক্ষার পরিবেশ বজায় রাখতে নতুন নতুন ভবন, মসজিদ, রাস্তা-ঘাট নির্মাণ করে যাচ্ছে। শুধু তাই নয়, আজ পদ্মাসেতু হয়েছে, কর্নফুলী টানেল হয়েছে, হয়েছে মেট্রোরেলও। এরপরও বিরোধী দল উন্নয়ন চোখে দেখেনা।
তিনি সোমবার পলাশ উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে এসব কথা বলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল আলমের সভাপতিত্বে আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
পরে প্রধান অতিথি একই উপজেলার সানের বাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
সবশেষে প্রধান অতিথি পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্কুল কমিটির সভাপতি ওবায়দুল কবির মৃধার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারি উল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, সানের বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল ও পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আহাম্মদ কবীর সহ অন্যরা।
আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দুটি ভবনের ফলক উন্মোচন করেন অতিথিগণ।
জাগো নরসিংদী/রাসেল