• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

মনোহরদীর তিন ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১০ পিএম
মনোহরদীর তিন ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী
বিজয়ী তিন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: নরসিংদীর মনোহরদী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এটি অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন।

আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ৩টি ইউনিয়নের  ২৯টি কেন্দ্রে কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি বলে জানা গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ তাদেরকে বিজয়ী ঘোষণা করেন।

ফলাফলে কৃষ্ণপুর ইউনিয়নে ৫১৪১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন মাহবুবুর রহমান দুলাল (আনারস), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক আকন্দ (নৌকা) পেয়েছেন ৩৪১১ ভোট।

খিদিরপুর ইউনিয়নে কাউসার রশিদ বিপ্লব (অটোরিকশা) ২৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ারুজ্জামান (টেলিফোন) পেয়েছেন ২৩৪৫ ভোট।

চরমান্দালিয়া ইউনিয়নে ৩০৮১ বিজয়ী হয়েছেন (আনারস) প্রতীকের প্রার্থী আনিছ উদ্দিন শাহিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির (নৌকা) পেয়েছেন ২৫০০ ভোট।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ