হলধর দাস: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, প্রজাতন্ত্রের প্রশাসন এবং পুলিশবাহিনীকে অবৈধ ও বেআইনি কাজে ব্যবহারের ফলে সরকার ক্রমাগত রাজনৈতিক নিয়ন্ত্রণ হারাচ্ছে। শুধু ক্ষমতাকে ধরে রাখার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে সরকার নিজেই এখন অপশক্তির কাছে জিম্মি হয়ে পড়েছে। সুতরাং এই সরকারের পক্ষে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা আর সম্ভব হবে না।
আজ (১ জুন)নরসিংদী জেলা জেএসডি প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জেএসডি উত্থাপিত 'দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট' এবং 'প্রদেশ' গঠন এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। দেশের বিদ্যমান অর্থনৈতিক অস্থিরতায় 'জাতীয় অর্থনৈতিক কাউন্সিল গঠন' অনিবার্য হয়ে পড়েছে। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে জেএসডি উত্থাপিত রাজনৈতিক প্রস্তাবনাও জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। ফলে দলকে সাংগঠনিকভাবে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের উপযোগী করে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, নবগঠিত "গণতন্ত্র মঞ্চ"আগামী দিনে এই সরকারের পদত্যাগ এবং রাষ্ট্র মেরামত করার আন্দোলনকে বেগবান করবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা জেএসডির সভাপতি মোঃ খোরশেদ আলম। বিকেলে নরসিংদী বাজারে বেরীবাঁধ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি তৌফিক উজ জামান পীরাচা,জেলা সাধারন সাধারন মিনহাজুর রহমান মিনহাজ ,মিরন ভুইয়া,হাজী মোতালেব ভুইয়া,সেলিম মৃধা প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ খোরশেদ আলমকে আহ্বায়ক, মিনহাজুর রহমান মিনহাজ, মিরন ভুইয়া ও হাজী মোহাম্মদ মোতালেব মিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ সেলিম মৃধা, আইয়ুব আহমেদ, আবদুল মান্নান সরকার, মোহাম্মদ জজ মিয়া ও নাজমুল হক সিকদারকে সদস্য সহ ২১ সদস্য বিশিষ্ট কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।