• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় দোয়া


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৪৯ পিএম
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপি।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের আগে এক আলোচনা সভায়  সভাপতিত্ব করেন আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। এসময়  প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন  বিএনপি'র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি আহবায়ক খাইরুল কবির খোকন।

ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এস. এম. শরীফ'র সঞ্চালনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একেএম জাহাঙ্গীর আলম বাদল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা খন্দকার হেলাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আকতার হোসেন, রায়পুরা উপজেলা বিএনপির সহসভাপতি এম. মোজাম্মেল হক, রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাদল, ঢাকা হাইকোর্টের আইনজীবী এডভোকেট জামাল উদ্দিন, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মেম্বার, কবি ও লোকসংস্কৃতি গবেষক ফখরুল হাসান, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসভাপতি ডা. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন ভূইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোকাররম হোসেন, আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গাজী লুৎফর রহমান রবিন, সহসভাপতি এনামুল হাসান তামজিদ, সাবেক সদস্য সচিব এডভোকেট মমিন মিয়া, মেহেদী হাসান তানিম, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান, ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ্য তার সুস্থ্যতার জন্য আপনারা দোয়া করবেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনাও আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি।

বক্তারা আরও বলেন, বিগত দিনে যারা দলের দুঃসময়ে সরে না গিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন তাদেরকে মূল্যায়ন করার জন্য দলের সিনিয়র নেতাদের আহবান জানানো হয়। বক্তারা বলেন অনেক নেতাই চোরের মত পালিয়ে গেছে এখন দুধের মাছি হয়ে তারা আবার দেখা দিচ্ছে তাই এখনই সময়  দুঃসময়ের বন্ধুদেরকে চিনে নেওয়ার, দলে ত্যাগী  নেতাদের মূল্যায়ন করা।

এ সময় বক্তারা দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন  আপনারা কোথাও কোনো ভাংচুর করবেন না। যারা ভাংচুর করবেন তাদের আপনারই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মা. আবু বক্কর।
 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ