![website logo](https://www.jagonarsingdi24.com/webimages/logo.png)
হলধর দাস: ঐতিহ্যবাহী নরসিংদী প্রেস ক্লাবের বার্ষিক পিকনিক-২০২৫ গত ১০ ফেব্রুয়ারি আনন্দঘন পরিবেশে আড়াইহাজার থানা এলাকায় প্রতিষ্ঠিত সুবর্ণগ্রাম এমিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্টে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মৌসুমী সরকার রাখী।
বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাশ ও নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মো: কলিমুল্লাহ।
পিকনিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: নূরুল ইসলাম।
প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব,সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন ও দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন এর সঞ্চালনায় পিকনিকের বিভিন্ন কর্মসূচী এর মধ্যে ছিল আলোচনা, অনুভূতি প্রকাশ, গান, কবিতা আবৃত্তি, গল্প, কৌতুক, লটারী উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে ক্লাবের সদস্য এবং সদস্যগণের পরিবারবর্গ মিলে দেড় শতাধিক লোক অংশগ্রহণ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ( ডিডিএলজি) মৌসুমী সরকার রাখী এবং নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাশ মন মাতানো গান পরিবেশন করে অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলেন।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লাবের সদস্য তাদের পরিবারের সদস্য ছাড়াও ঢাকা থেকে আগত শিল্পী মন মাতানো গান, আবৃত্তি, কৌতুক পরিবেশন করেন।
সদস্যদের মধ্যে সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদস্য এডভোকেট হুমায়ূন কবির,সদস্য হলধর দাসের ভাতিজী মেডিক্যাল ছাত্রী অপরাজিতা দাস ত্রয়ী,সদস্য কাজী আনোয়ার কামাল এর কন্যা বিশ্ববিদ্যালয় ছাত্রী কাজী ওয়াহিদা সামাম স্পন্দন,সদস্য এড. মনসুর আলী শিকদার প্রমুখ মনোমুগ্ধকর গান পরিবেশন করেন।
মনমাতানো কৌতুক পরিবেশন করে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয় ক্লাবের সদস্য এমদাদুল ইসলাম খোকন ও এড. মনসুর আলী শিকদার।
আকর্ষণীয় লটারীতে প্রথম পুরষ্কার লাভ করেন ক্লাবের সদস্য কাজী আনোয়ার কামাল এর সহধর্মনী মৌসুমী আক্তার।