• নরসিংদী
  • বুধবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বিএনপি ও যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:৫২ পিএম
নরসিংদীতে বিএনপি ও যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

স্টাফ রিপোর্টার: নরসিংদীর শেখেরচরে জুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের সংঘর্ষে মনজুর ইসলাম (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এসময় বখতিয়ার হোসেন নামে অপর একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। 

নিহত মনজুর ইসলাম মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে আহত বখতিয়ার হোসেনের ডিস ও ইন্টারনেট ব্যবসায় কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। আহত বখতিয়ার হোসেন মেহেরপাড়া ইউনিয়ন তাতীদলের সভাপতি।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখেরচর এলাকায় আধিপত্য বিস্তার ও জুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির মধ্যে মনমালিন্য চলচ্ছিলো। এসব বিষয় নিয়ে শেখেরচর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের আলোচনায় বসার কথা ছিলো। এরই মধ্যে দুপক্ষের উত্তেজনায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে মনজুর ও বখতিয়ার গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের মধ্যে মনজুর ঘটনাস্থলেই নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে অপর আহত বখতিয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। নিহত মনজুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির সমর্থক বলে জানা গেছে।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।        
 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ