স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের পাড়াতলা গ্রামে আবাসিক এলাকায় দুটি মুরগির ফার্ম গড়ে ওঠায় এলাকাবাসী পড়েছেন চরম দুর্ভোগে। মুরগির বিষ্ঠার দুর্গন্ধের পাশাপাশি এলাকায় ছড়িয়ে পড়ছে নানা রোগব্যাধি। গত ৪/৫ মাস আগে দুইটি পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন একই এলাকার হেলাল উদ্দিন শামীম।
শুরু থেকেই স্থানীয়রা বারবার আপত্তি জানালেও তিনি কারও কথা কর্ণপাত না করে দুটি পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন।
গতকাল বুধবার এ ব্যাপারে শিবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। আবেদনের অনুলিপি প্রেরণ করা হয়েছে পরিবেশ অধিদপ্তর, ঢাকা। আবেদনে পোল্ট্রি ফার্ম দুটি অপসারণের দাবি জানানো হয়। এলাকাবাসীর পক্ষে আবেদনটি করেন ভুক্তভোগী মো. আশরাফুল ইসলাম।
অবৈধভাবে গড়ে ওঠা ওই দুটি পোল্ট্রি ফার্মের কার্যক্রম বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদী ভুক্তভোগীরা।