মকবুল হোসেন: নরসিংদীর মাধবদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দশম শ্রেণীর ছাত্র মোঃ সুমন মিয়া (২০) ইন্তেকাল করেছেন
আজ ২৪ আগস্ট শুক্রবার সকাল ৭ টার সময়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে টানা ৩২ দিন চিকিৎসাধীন থেকে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই জুলহাস মিয়া। নিহত সুমন মিয়া মাধবদী পৌর শহরে সিদ্দিক নগরে মৃত হাসান আলী ছেলে ও মাধবদী জালপট্টি দাখিল মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল সুমন।
নিহত সুমনের ভাই জুলহাস মিয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিক থেকেই আমার ভাই অংশগ্রহণ করে। আন্দোলন চলাকালীন মাধবদী থানার সামনে গত ২০ তারিখ আমার ভাই পিঠে একটি গুলি খায়। প্রথমে তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেই, পরে অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে ভর্তি করলে আজ সকালে মারা যায়। আজ বাদ জুম্মা সিদ্দিক নগর বালুর মাঠে সুমন মিয়ার জানাযা শেষে গণের গাঁও শাহী ঈদগাহ গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এম.পি খায়রুল কবির খোকন, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান সহ হাজারো মুসল্লিগণ।