স্টাফ রিপোর্টার:রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবীতে নরসিংদীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নরসিংদী জেলা শাখা সুজন-সুশাসনের জন্য নাগরিক। গত শনিবার (২৪ আগস্ট) নরসিংদী প্রেস ক্লাবের সামনে আয়োজিত ঘন্টাকাল ব্যাপি মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সচেতন , সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ। তাই আমাদের দাবি রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এমন সমাজ প্রতিষ্ঠা হোক যেখানে কোনো দুর্নীতি থাকবে না, কোনো গোষ্ঠির প্রভাব থাকবে না, দলীয় নেতাদের দখলবাজীর রাজনীতি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না এবং সব কিছুই থাকবে দুর্নীতি মুক্ত । জেলা সুজনের সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর সভাপতিত্বে ও সম্পাদক হলধর দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার, সমাজ সেবক এম মোজাম্মেল হক, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজ সেবক দেলোয়ার হোসেন ভূইয়া, সুজন মাধবদী শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মকবুল হোসেন, শিক্ষক সাংবাদিক মনজিল এ মিল্লাত, সতীশ বিশ্বাস প্রমুখ।