নিজস্ব প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয়, বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় নরসিংদী সরকারী কলেজের যেসব শিক্ষার্থী বজয়ী হয়েছে তাদের সংবর্ধনা দিয়েছে নরসিংদী সরকারি কলেজ।
আজ সোমবার সকালে কলেজ শিক্ষক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কলেজের বাংলা বিভাগের প্রধান আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আরো বক্তব্য রাখেন প্রফেসর সিরাজ উদ্দিন ভূইয়া, আব্দুর রহিম, বেলায়েত হোসেন ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি মোবাস্বেরা ইভা।
আলোচনা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয়, বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ে নরসিংদী সরকারী কলেজের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি মোবাস্বেরা ইভা, শ্রেষ্ঠ রোভার ফারজানা আফরোজ দিনা, শ্রেষ্ঠ রেঞ্জার শামসিয়াতুল আজম শ্রেষ্ঠা, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ বির্তাকিকসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্বরূপ ক্রেষ্ট ও বই উপহার তুলে দেন কলেজের অধ্যক্ষ।