মকবুল হোসেন : মহানবী হজরত মুহাম্মদ( সঃ) ও হযরত আয়েশা (র) নামে কটুক্তি করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে নবী প্রেমিক তৌহিদিজনতা।
আজ মাধবদী বড় মসজিদ প্রাঙ্গনে এই সম্মেলন বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। কটুক্তিকারি কুলাঙ্গার রাকিবের ফাঁসি দাবী করে বক্তব্য রাখেন মাধবদী বড় মসজিদের খতিব মাওলানা মুফতী আলহাজ্ব মকবুল হোসেন,, নজরুল ইসলাম, মুফতী যুবায়ের আহমদ, সহ আলেম ওলামাগণ।
উল্লেখ্য গত ১৯ অক্টোবর নরসিংদী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত রাকিবের নামে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।