• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় মেঘনা নদীতে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৪৩ পিএম
রায়পুরায় মেঘনা নদীতে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন 

হলধর দাস: নরসিংদীর দুর্গম চরাঞ্চলীয় মির্জারচর ইউনিয়নের মেঘনা নদীর ভাঙ্গনের শিকার শত শত এলাকাবাসী নরসিংদী শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। তাদের দাবি ৫টি মৌজা নিয়ে গঠিত  মেঘনা নদী পরিবেষ্টিত মির্জারচর ইউনিয়ন রক্ষায় অনতিবিলম্বে বেড়িবাঁধ নির্মান করতে হবে । আমাদের ইউনিয়নের  ১ ও ৩ নং মৌজার সম্পূর্ণ জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে এবং ৪ নং মৌজার আংশিক জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ নদী গর্বে বিলিন হওয়া জমির পরিমাণ প্রায় ১২ হাজার বিঘা । এভাবে নদীর ভাঙ্গন চলতে থাকলে মির্জারচর ইউনিয়নের সম্পূর্ণ ভূমি নদী গর্ভে বিলিন হয়ে যাবে। অনতি বিলম্বে আমাদেরকে রক্ষা করতে বেরিবাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি করছি।  

তারা বলেন, আমরা অবহেলিত, আমাদের কথা কেউ বলেনা, দেখেনা, লেখে না। এর আগে আমরা সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ব্যর্থ হয়েছি। সে জন্য আজকে আমরা আবার নরসিংদী প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। সরকারের প্রতি আমাদের দাবী, আমাদেরকে রক্ষা করুণ এবং উন্নয়নের ধারায় আমাদেরকে সংযুক্ত করুণ।  

সকাল ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,  মোঃ মোহররম আলী মেম্বার, খায়রুল মেম্বার, জালাল উদ্দিন মাস্টার, আলম চাঁন, রেহমান মোল্লা প্রমুখ।  

মানব বন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি আবেদনপত্র জমা দেন।  
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ