নিজস্ব প্রতিনিধি: গ্যাস, বিদুৎ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে শিবপুর উপজেলা ও শিবপুর পৌরসভা বিএনপি। শনিবার (৮ মার্চ) এই কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।
এসময় বক্তব্যে তিনি বলেন, এই দেশে এই সরকারের আমলে গণতন্ত্র বলতে কোন কিছু নাই।
গণতন্ত্র একেবারে কবরে চলে গেছে।
তিনি আরো বলেন আজকে বিএনপি যে কোন কর্মসূচি ঘোষণা দেয় এতে এই সরকার বাধা প্রদান করে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম