মনোহরদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় মো. শুক্কুর আলী(৬০) নামে এক সাইকেল আরোহীর নিহত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হলে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বৃদ্ধ শুক্কুর আলী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পাড়াতলা গ্রামের মৃত জায়েদ আলী মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর বারটার দিকে নিহত শুক্কুর আলী সাইকেল চালিয়ে সাগরদী বাইপাস মোড়ে আসার পর মনোহরদী থেকে ছেড়ে আসা একটি বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়া হলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় আহত ব্যক্তির আজ সকালে মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।