হলধর দাস: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, 'সরকারের সহযোগিতায় কিছু প্রতিষ্ঠান দেশটাকে আজ লুটেপুটে খাচ্ছে।'
তিনি বলেন, বিদ্যুতের অভাবে বেশিরভাগ ফ্যাক্টরি আজ বন্ধ হয়ে যাচ্ছে। সরকার আজ চাহিদা মোতাবেক বিদ্যুৎ দিতে পারছে না কিন্তু বিদ্যুৎ বিল দফায় দফায় বৃদ্ধি করছে । বৃদ্ধির পরেও গ্রাহকগণ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করছে। তবে কেন কয়লার অভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হবে? আসলে, বর্তমান সরকার স্বৈরাচারী বাকশালীয় কায়দায় দেশ শাসন করছে।
শনিবার (৩জুন) সকালে নরসিংদী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা যথাক্রমে ফকরুল ইমাম হোসেন এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি ও আলমগির সিকদার লোটন।
জেলা জাতীয় পার্টির আহবায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও ফররুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ভূইয়া, সদস্যসচিব ওমর ফারুক মিয়া,সদস্য নেওয়াজ আলী ভূঞা, আবুল হাসনাত প্রমুখ।
সম্মেলনে প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি বলেন,
আশ্চর্যের বিষয় হলো- বিচার বিভাগ যেখানে সম্পূর্ন নিরপেক্ষ থাকার কথা; সেটাও চলছে আজ সরকারী দলের ইশারায়। সুতরাং এই সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচন আশা করা সম্ভব নয়।
আলোচনা সভা শেষে সভাপতি -সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আগামী দুই বছরের জন্য জেলা কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ১৫দিন পরে ঘোষণা করবেন বলে জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জাগোনরসিংদী/স্টাফ রিপোর্টার