স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে নরসিংদীর শিবপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
১০ টি উদ্যোগের মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ সরোয়ার ভূঞা জুয়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।