স্টাফ রিপোর্টার : শিম গাছের শুকনো লতার স্তুপের ভেতর থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে ওই মৃত মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া দক্ষিণ পাড়া-তেলিয়া ঝাউয়াকান্দি খালের কালভার্টের পাশে শিমগাছের শুকনো লতাতার স্তূপের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আজ স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে। মহিলার পরনে ছিল সালোয়ার-কামিজ এবং গলায় ওড়না প্যাঁচানো।
লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, 'মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে চলে গেছে ।'