• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা, শিক্ষক বরখাস্ত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২৮ এএম
শিবপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা, শিক্ষক বরখাস্ত
প্রতিকী ছবি

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী আইনুন তাজরি প্রভা ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে।

জানা যায়, ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার যথা রিতি প্রভা স্কুলে যায়, অশালীন কাপড় পড়ে স্কুলে আসায় স্কুলের শিক্ষিকা নার্গিস সুলতানা প্রভাকে গালমন্দ করেন । সহপাঠীদের সামনে বকা দেওয়ায় অপমান অপমান সহ্য করতে না পেরে  ক্ষুদ্ধ হয়ে স্থানীয় বাজার থেকে ইদুঁরের ওষুধ কিনে খেয়ে থানায় গিয়ে ডিউটি অফিসারের নিকট ইঁদুরের ওষুধ খাওয়ার বর্ণনা করেন। 

ডিউটি অফিসার তাৎক্ষণিক স্কুলে খবর দেয় এবং শিক্ষার্থীকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয় এবং তার অবস্থার অবনতি দেখে জেলা সদর হাসপাতালে রেফাড করেন। ওখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য যে,  শিক্ষিকা নার্গিস সুলতানা আগেও কয়েকবার শিক্ষার্থীর প্রভাকে অপমান করেছে বলে জানা গেছে। 

এলাকাবাসী জানান, প্রভা উশৃংখল ও বদমেজাজী ছিল। পরিবারের কাউকে পরোয়া করতো না। নিজের মনমতো চলতো। বাবা বিদেশে থাকায় মায়ের শাসনকে তোয়াক্কা করতো না, এতে মা ও মেয়ের উপর ক্ষুব্ধ ছিলো । তাছাড়া ইতি পূর্বে ২ বার বিভিন্ন কারণে বিষ পানে আত্মহত্যার  চেষ্টা করেছিলো । এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জেনে স্কুল ম্যানেজিং কমিটি জরুরি সভা ডেকে শিক্ষিকা নার্গিস সুরতানাকে সাময়িক বহিষ্কার করেন বলে জানান স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত।

শিবপুর মডেল থানার ওসি  সালাহউদ্দিন মিয়া বলেন, 'শিক্ষার্থীর বক্তব্যের প্রেক্ষিতে থানায় জিডি করা হয়েছে, সুরতহাল ও ময়না তদন্ত শেষে মৃত প্রভার পরিবারের লোকজন এজাহার দিলে মামলা নেয়া হবে। মৃত শিক্ষার্থী প্রভার বক্তব্যের প্রেক্ষিতে শিক্ষিকা নারগিসকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।'

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ