• নরসিংদী
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় নিহত ১


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:২৯ এএম
মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় নিহত ১

স্টাফ রিপোর্টার: নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

শুক্রবার রাত সাড়ে ৮টায়  ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এরআগে শুক্রবার বিকালে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আইন উদ্দিন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক। তিনি কৃষি কাজ করতেন বলে জানা যায়। এ ঘটনায় আহতরা হলেন, নিহতের ভাই মাইন উদ্দিন ও তার স্ত্রী সাথী আক্তার। 

নিহতের ভাই মাইন উদ্দিন জানায়, প্রায় এক মাস যাবৎ তাদের প্রতিবেশী মৃত জালাল উদ্দিনের ছেলে রফিকুলের সাথে বসত ভিটার জমি নিয়ে বিবাদ চলছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষ রফিকুল তার শ্বশুর বাড়ির লোকদের সাথে নিয়ে  দেশীয় অস্ত্রসহ দলবল সহকারে আমাদের বাড়িতে হামলা করে।

তাদেরকে দেখে আমি ঘরের দরজা লাগিয়ে দেই। এসময় আমার ভাই আইন উদ্দিন বাড়িতে ঢুকতে দেখে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে মারধর করতে থাকে। পরে আমাকে ও স্ত্রীকে ঘরের দরজা ভেঙে বাহিরে বের এনে মারধর করে। হামলায় আমার ভাই মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটায় তিনি মারা যান।  আর চিকিৎসা নিয়ে বাড়িতে চলে এসেছি।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ