নাসিম আজাদ: নরসিংদীর পলাশে সকল ধর্মের লোকজন নিয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী--২ আসনের সাংসদ আলহাজ্ব ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর সভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান করীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম গাজী, গজারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, মুফতী আবদুল ওয়াকিল,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক গুহ,মাইকেল শুভাশসহ জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।