স্টাফ রিপোর্টার: নরসিংদীতে আওয়ামী লীগের সংসদ সদস্যের অনুষ্ঠানে ছাত্রশিবির নেতা সঞ্চালনা করায় জেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে।
শনিবার দুপুরে সদর উপজেলার আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন নরসিংদী-১ আসন থেকে পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্য লে. ক. (অব.) মো. নজরুল ইসলাম হীরু বীরপ্রতিক।
ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাকিবুল হাসান নামে জেলা ছাত্রশিবিরের এক নেতা। শুধু তাই নয় ওই শিবির নেতার বড় ভাই আলোকবালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো. সাখাওয়াতুল হক সোহেল।
তাছাড়া অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারো কোন ছবি ছিলনা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে এ নিন্দার ঝড় উঠে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাংসদ এই ভবনটি উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন ভূইয়া, উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঞা, আলোকবালী ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন সরকার দিপু ও বিদ্যালয়ের দাতা সদস্য চৌধুরী রবিউল করিম।
শুধু তাই নয় আওয়ামী ঘরানা একজন সংসদ সদস্যের অনুষ্ঠানে যে ব্যানার ঝুলানো হয়েছে তাতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারো কোন ছবি না থাকায় প্রশ্ন বিদ্ধ হয়ে উঠে অনুষ্ঠানটি।
আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. আসাদউল্লাহ বলেন, যেই অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি থাকে না সেখানে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে কিভাবে যাই? যেই ছেলেটি অনুষ্ঠান সঞ্চালনা করেছে সে ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ও তার বড় ভাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। পুরো পরিবারটিই বিএনপি জামাত ঘেঁষা। এমপি সাহেব কিভাবে এসব প্রশয় দেয় তা আমার জানা নেই।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী বলেন, আওয়ামী লীগের সংসদ সদস্য হয়ে ওই অনুষ্ঠানে যাওয়া তার হয়নি। এরআগেও তিনি একই ঘটনা ঘটিয়েছেন। ওনি একবার প্রতিমন্ত্রী ছিলেন, একবার জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তিনবার এমপি হয়েছেন। বারবার তিনি যদি ভুল করেন তাহলে কর্মীরা কি করবে?
জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলবো।
এব্যাপারে সংসদ সদস্য লে. ক. (অব.) মো. নজরুল ইসলাম হীরু বীরপ্রতিক এর মোবাইলে ফোন করলে তিনি বলেন, 'আমি এই মূহূর্তে একটা মিটিংয়ে আছি। তাই এখন কোন বক্তব্য দিতে পারব না। পরে সুযোগ হলে দেয়া যাবে।'
জাগোনরসিংদী/শহজু