হলধর দাস : নরসিংদী জেলা পর্যায়ে ৪ দিনব্যাপী ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা'র পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ শুক্রবার( ৪/৩/২০২২) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নরসিংদী সরকারি কলেজ মাঠে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান - এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল জাকী।
জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র এর সভাপতিত্বে অনষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুর রহিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন,শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শহীদুল্লাহ ভূঞা খোন্দকার,সদর উপজেলা স্কাউট সম্পাদক ও আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লা আল জাকী বলেন - লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক,মানসিক,দৈহিক বিকাশের জন্য খেলাধুলার প্রতি সম্পৃক্ত রাখার জন্য শিক্ষক- অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, জেলাব্যাপী প্রতিযোগিতায় এ্যাতলেটিক্সের ৪২ টি ইভেন্টসহ ভলিবল,ব্যাডমিন্টন,বাস্কেট বল,হকি,টেবিল টেনিস প্রমুখ খেলায় শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।