• নরসিংদী
  • বুধবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

বেলাবতে ২টি রিভলবারসহ মা-মেয়ে গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:০৮ এএম
বেলাবতে ২টি রিভলবারসহ মা-মেয়ে গ্রেফতার

স্টাফ রিপোর্টার: নরসিংদীর বেলাবতে দুটি রিভলবারসহ মা-মেয়েকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ৭ টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বিজয় পারুয়া গ্রামের বাসিন্দা হাফিজুল ইসলামের মেয়ে হালিমা আক্তার (২৫) এবং তার স্ত্রী ফাজেরুন ওরফে ফজরুন (৪৫) । 

এ ব্যাপারে বেলাব থানায় একটি অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত মা মেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে সন্দেহ জনক ঘুরাফেরা করার সময় বেলাব থানার এস আই শামসুল আলম তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি রিভলবার উদ্ধার করে। পরে তাদের থানায় নিয়ে আসলে জিজ্ঞাসাবাদে তারা জানান সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপি পাঁড় গ্রামের খালেক মিয়ার ছেলে শাহাবউদ্দীন নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র গুলো পৌছে দেয়ার জন্য তাদেরকে পাঠায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ