স্টাফ রিপোর্টার: নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের দক্ষিণ পূর্ব পাশে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১ টায় নরসিংদী প্রেস ক্লাব'র সামনে এ মানবন্ধনে অংশ নেয় করিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
এসময় মানবন্ধনে বক্তারা বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে মেঘনা নদী পাড়ে ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে মেঘনার ভাঙ্গনে অনেকের বাড়িঘর ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। অব্যাহত ভাঙ্গনে করিমপুর ইউনিয়ন এর শতাধিক বাড়িঘর বিলীন মুখে পড়েছে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসন বরাবর গণ স্বাক্ষরিত একটি স্মারক লিপি প্রদান করা হয়।