• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১৭ পিএম
রায়পুরায় ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ 
প্রতিকী ছবি

হলধর দাস  : ছোট ভাইকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছেন আপন বড় ভাই।  রোববার রাত ২টার দিকে দুই ভাইয়ের মধ্যে বৈদ্যুতিক মিটার নিয়ে দ্বন্দ্বের জেরে নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শফিকুল ও অভিযুক্ত মোতালিব ঐ গ্রামের মুর্শেদ মিয়ার ছেলে। শফিকুল মনিপুরা বাজারে কুলি-মজুরের কাজ করতেন।

পুলিশ ও মৃতের স্বজনরা জানান, বড় ভাই মোতালিব টাকার বিনিময়ে মানুষের জমিতে মোটরে পানি দেওয়ার কাজ করতো। মোটর চালানোর জন্য সে পল্লী বিদ্যুতের অবৈধ লাইন ব্যবহার করে আসছিল। এর আগে ঐ মিটার থেকে শফিফুল বিদ্যুৎ ব্যবহার করতো।

কিছুদিন আগে মোতালিব পল্লী বিদ্যুতের লোকজনের ভয়ে মিটারটি সরিয়ে অন্যত্র স্থাপন করেন। ফলে শফিকুল আর বিদ্যুৎ ব্যবহার করতে পারছিল না। শফিক ক্ষুব্ধ হয়ে বড় ভাই মোতালিবের নামে পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করেন। তার প্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ রোববার লাইনটি বিচ্ছিন্ন করে দেয়। এতে শফিকুলের উপর ক্ষুব্ধ হয় বড় ভাই মোতালিব। 

এরই মধ্যে শফিকুল রাতে বাড়ি আসলে তাকে ধরে এনে বাড়ির উঠানের কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে ফেলেন। পরে তাকে পেটাতে থাকে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে সকালে বাড়ির উঠানে শফিকুলের লাশ দেখতে পায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আমিরগঞ্জ পুলিশ ফাড়িঁর ইনর্চাজ এসআই ফরিদ বলেন, 'মূলত অবৈধ বিদ্যুতের লাইন ব্যবহার নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকান্ড ঘটে।'

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ