হলধরদাস: 'পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধশিল্প' এই শ্লোগানে নরসিংদীতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে নরসিংদী সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: হাবিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, ৭১ সেক্টর কমান্ডারস ফোরাম, নরসিংদীর সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।