
নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ। তিনি স্থানীয় আলীনগর গ্রামের মৃত নাজিম উদ্দিন আহমদের ছেলে।
ইসলামি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. রেজাউল হক গভর্ণিংবডির এ অনুমোদন দিয়েছেন।
মাসুদ পারভেজ বলেন, 'আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করবো। আমি আপ্রাণ চেষ্টা করব যাতে করে প্রতিষ্ঠানের উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি করা যায়। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা চাই।'