• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৩৯ পিএম
শিবপুরে পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্ট: নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে দৌলত হোসেন খান (৫৩) নামে এক পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ২ টার দিকে উপজেলার দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দৌলত হোসেন খান উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত আরজু খার ছেলে।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, পোল্ট্রি ফিড ব্যবসায়ী দৌলত হোসেনের সাথে ব্যবসায়িক টাকা-পয়সার লেনদেন ও পূর্ব শত্রুতা নিয়ে মনোমালিন্য স্থানীয় বেশ কয়েকজনের। শনিবার গভীর রাতেও ট্রাকের ব্যাটারি চুরি করার পাঁয়তারা করে দূর্বৃত্তরা। চুরির ঘটনা আঁচ করতে পেরে পোল্ট্রি ফার্মের দুজন কর্মচারিকে সাথে নিয়ে ঘর থেকে বের হয় দৌলত। চোরকে ধাওয়া দিলে বাড়ির অদূরে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা দৌলত খানকে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। তার এ অবস্থা দেখে পোল্টি ফার্মের কর্মচারিরা ডাক চিৎকার করতে থাকলে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। 

এসময় ঘটনাস্থলেই মারা যায় দৌলত হোসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সেখান থেকে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ