• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ভোটার তালিকা হালনাগাদ করণে সমন্বয় কমিটির সভা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৪৫ পিএম
নরসিংদীতে ভোটার তালিকা হালনাগাদ করণে সমন্বয় কমিটির সভা
সভা

স্টাফরিপোর্টার: নরসিংদী সদর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ-২০২২  কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণার্থে  সদর উপজেলা সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার (১৬ জুন) ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সফলভাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান স্বনামধন্য ফুটবলার আফতাব উদ্দিন ভূঞা। 

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ সভায় সভাপতিত্ব করেন।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ উপজেলা সমন্বয় কমিটির সদস্য সচিব সদর উপজেলা নির্বাচন অফিসার জাকির মাহমুদ। 

স্বাগত ভাষণে নির্বাচন অফিসার জাকির মাহমুদ বলেন, কোন ভারতীয় নাগরিক বা রোহিঙ্গা বা অন্য কোন দেশের নাগরিক যেন ভোটার তালিকায় ঢুকতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। যথাযতভাবে প্রমাণ  সাপেক্ষে ভোটার তালিকা করতে হবে। সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের গুরুত্ব অপরিসীম। তবে স্কুলের সনদপত্র দিয়েও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। পিতা- মাতার আইডি কার্ডও লাগবে। 

তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ করনে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করণ, মৃতদের তালিকা থেকে বাদ দেয়া এবং ঠিকানা স্থানান্তর করা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ্, সাংবাদিক হলধর দাস,ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউসুফ খান পিন্ট,মেহেদী হাসান, দেলোয়ার হোসেন ও স্বপন প্রমুখ।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ