• নরসিংদী
  • সোমবার, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশে সাবেক সেনা সদস্যসহ তিন বাড়িতে বিএনপি নেতার হামলা; ভাঙচুর-লুটপাট


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৫২ পিএম
পলাশে সাবেক সেনা সদস্যসহ তিন বাড়িতে বিএনপি নেতার হামলা; ভাঙচুর-লুটপাট

স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশে ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার নেতৃত্বে এক সাবেক সেনা সদস্যের বাড়িসহ তিন বাড়িতে হামলা চালিয়ে  ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের চরপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারিরা তিনটি বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। 

ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিকরা হলেন, চরপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য আমজাদ হোসেন, হেলেনা বেগম ও সুব্রত দাস।

ক্ষতিগ্রস্থদের পরিবারের সদস্যরা জানায়, সকালে বাড়ির পাশের একটি গাছ কাটা নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার এক সমর্থকের সাথে প্রতিবেশি আমজাদ হোসেনের ছেলে ফাহাদ হোসেনের ঝগড়া হয়। এরই জের ধরে দুপুরে ফিরোজ মোল্লার নির্দেশে শতাধিক সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্র নিয়ে আমজাদ হোসেন, হেলেনা বেগম ও সুব্রতের বাড়িতে হামলা চালায়।

এসময় হামলাকারীরা তিনটি বাড়ির বিভিন্ন মালামাল ভাঙ্চুর করে এবং আলমারি ভেঙে নগদ ৬ লাখ টাকাসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার  লুট করে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে  হামলাকারীদের ফেলে  যাওয়া একটি রামদা উদ্ধার করে ।

এদিকে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা জানান, হামলার ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। উল্টো অভিযোগকারীরাই তার তিন সমর্থককে কুপিয়ে আহত করেছেন। 

পলাশ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনা এখনো পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ