• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

হাড়িধোঁয়া'র বেড়িবাঁধকে সুন্দর ওয়াক ওভারে পরিণত করা হবে : জেলা প্রশাসক 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:১১ পিএম
হাড়িধোঁয়া'র বেড়িবাঁধকে সুন্দর ওয়াক ওভারে পরিণত করা হবে : জেলা প্রশাসক 

হলধর দাস : 'এসো দেশ বদলাই পৃথিবী বদলাই (Change the Country, Change the World)"এই শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের 
উৎসব-২০২৫ উপলক্ষ্যে নরসিংদীতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। 

তারুণ্যের উৎসবে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য র‍্যালী, মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন কাজের শুভ উদ্বোধন। 

উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, আমরা নরসিংদী শহরকে পরিবেশ দূষণ মুক্ত করবো। পর্যায়ক্রমে নরসিংদী শহর ঘেষা হারিধোঁয়া নদী,অন্যান্য খাল-নালা,ঝোপঝাড়, ড্রেন,রাস্তা-ঘাট অফিস প্রাঙ্গন সবকিছুই পরিস্কার করা হবে। হারিধোঁয়া নদীতে যেন কেউ আবর্জনা না ফেলে সেজন্য নদীর পাড়ে কয়েক বড় মাপের ডাস্টবিন বানিয়ে দেয়া হবে। কয়েকটি পৌর শৌচাগারও নির্মান করে দেয়া হবে।  হাড়িধোঁয়া নদীর বেড়িবাঁধকে একটা সুন্দর ওয়াক ওভারে পরিণত করা হবে। মানুষ যেন এখানে এই নদীর পাড়ে একটা সুন্দর পরিবেশে বিচরণ করতে পারে। এব্যাপারে আমি বাজার বণিক সমিতি সহ সকলের সহযোগিতা আশা করি। 

নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এবং নরসিংদী পৌরসভার বাস্তবায়নে দেড়মাসাধিক কালব্যাপী আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন নরসিংদী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব মৌসুমি সরকার রাখী,  সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)অনজন দাশ,নরসিংদী পুলিশ সুপারের প্রতিনিধি সুজন চন্দ্র সরকার,  নরসিংদী পৌরসভা প্রধান নির্বাহী আতিকুল ইসলাম প্রধান,নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম,  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. আজিমুল হক, এনডিসি শিহাব সারার অভী, নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ সাজেদুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, শহর পরিকল্পনাবিধ মোঃ সোহরাব হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায়, সমাজ উন্নয়ন কর্মকর্তা সেলিনা খাতুন, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি জননেতা বাবুল সরকার, বণিক সমিতির পরিচালক আব্দুল মোতালিব ভূঞা, সোহান হায়দার ও জান্নাতুল ফেরদৌস মালিহা সহ ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী স্থানীয় সমন্বয়কবৃন্দ। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ