• নরসিংদী
  • শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে সড়কে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৪৩ এএম
শিবপুরে সড়কে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ 
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তার নাম  আবু নাঈম (২৮)।  বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের  কুন্দারপাড়া সোনাইমুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাঈম কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার সৈয়দ জামানের ছেলে। তিনি নরসিংদী সদরে বৌয়াকুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।

জানা গেছে, আবু নাঈম নরসিংদী থেকে মোটরসাইকেল যোগে কুলিয়ারচর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা- সিলেট মহাসড়কের কুন্দারপাড়া সোনাইমুড়ী এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় সে। এসময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান। 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ